Ad Code

Housing all: Affordable quality housing is a key element of a strong and secure life

আবাসন প্রকল্পের বিজ্ঞাপন নিয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী



আইন লঙ্ঘন করে অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আবাসন মালিকদের সতর্ক করে দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
বুধবার সচিবালয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতাদের সঙ্গে এক বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “সরকার বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।”

অননুমোদিত কোনো আবাসন প্রকল্পের বিজ্ঞাপন বেতার, টিভি, পত্রিকা বা অনলাইনে প্রকাশ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে বর্তমান আইনে।

প্রতিমন্ত্রী বলেন, “আইনে এ শাস্তির বিধান থাকলেও তা জনগণের কাছে অজানা। এজন্য কিছু দুর্বৃত্ত ও অসাধু আবাসন ব্যবসায়ী জনগণকে প্রতারণা ও নির্যাতন করে যাচ্ছে। জনগণ আইনটি সম্পর্কে জানলে তারা এ প্রতারণা করতে পারত না।”

আইনটি সম্পর্কে প্রচার ও জনসচেতনা সৃষ্টির জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের প্রতারণা এবং অননুমোদিত আবাসন ব্যবসায়ীদের তৎপরতা বন্ধ করে এ খাতে শৃঙ্খলা ফেরাতে সহযোগিতা করার জন্য তিনি রিহ্যাবের বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

রিহ্যাব সভাপতি নসরুল হামিদ বিপু বলেন, আবাসন আইন হওয়ায় প্রকৃত ব্যবসায়ীদের কোন অসুবিধা হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ‘দুর্বৃত্ত ও অসাধু’ ব্যবসায়ীরা। তাই সরকার এ আইনের কঠোর প্রয়োগ করলে প্রকৃত ব্যবসায়ীরাই লাভবান হবে।

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাদলের নেতৃত্বে রিহ্যাবের নবনির্বাচিত কমিটির একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। 





Post a Comment

0 Comments