Please see this video:
গ্রিন টেকনোলজিকে কাজে লাগিয়ে এখন দেশেই নির্মিত হচ্ছে পরিবেশবান্ধব কারখানা ও আবাসিক ভবন। কম খরচে দীর্ঘস্থায়ী এসব আধুনিক ভবন দেশের দুর্যোগপ্রবণ এলাকায় নিরাপদ আবাসনের নিশ্চয়তা দেবে বলে জানালেন এ খাতের উদ্যোক্তারা।
পাশাপাশি বিল্ডিং অটোমেশনকে কাজে লাগিয়ে ভবনের সার্বিক ব্যবস্থাপনায় জ্বালানি সাশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা। আর এসব 'স্মার্ট টেকনোলজি'কে কাজে লাগিয়ে ভবন ব্যবস্থাপনায় জ্বালানির অপচয় রোধ ও নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর পরামর্শ এ খাতের বিশেষজ্ঞদের।
এভাবেই একের পর এক 'ইপিএস স্যান্ডউইচ প্যানেল' বসিয়ে তৈরি হচ্ছে বাড়ির দেয়াল। বাইরে বিশেষ ধাতব পাত ও ভেতরে পলিস্ট্রেইন জাতীয় পদার্থ দিয়ে নির্মিত এই প্যানেল জোড়া দিয়ে এমন একটি বাড়ি তৈরি করতে সময় লাগবে মাত্র ৭ থেকে ৮ ঘণ্টা। এতে প্রয়োজন হচ্ছে না কোনো সিমেন্ট, রড, ইট, কংক্রিট কিংবা অন্যান্য নির্মাণ সামগ্রী।
ফলে ভবনের নির্মাণ ব্যয় কমার সঙ্গে সঙ্গে থাকছে আগুন, তাপ ও শব্দ প্রতিরোধের সুবিধা। শুধু তাই নয় সাধারণ ভবনের নির্মাণ উপকরণের তুলনায় কম ওজনের এই প্যানেল ভূমিকম্পপ্রবণ ও বন্যাকবলিত এলাকায় বসবাসকে নিরাপদ করে তুলবে বলে জানালেন প্রস্তুতকারকরা।
অ্যাডভান্সড ডেভলাপমেন্ট টেকনোলজিসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম আনোয়ার হোসেন বলেন, 'এতে টিনের চেয়েও কম খরচ পড়ে এবং অনেক কম সময়ে তৈরি করা যায়। এটি দ্রুত স্থানান্তর করাও সম্ভব।'
এমনই পরিবেশবান্ধব আবাসন ও কারখানা ভবনের ব্যবস্থাপনায় জ্বালানী সাশ্রয়ে কাজ করছে বিল্ডিং অটোমেশন। এই প্রযুক্তিতে মোবাইল কিংবা ট্যাবের একটি অ্যাপসের মাধ্যমে পুরো ভবনের আলোর ব্যবহার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব বলে জানালেন উদ্যোক্তারা। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণের ও সিকিউরিটি অ্যালার্মের ব্যবস্থা।
পাশাপাশি বিল্ডিং অটোমেশনকে কাজে লাগিয়ে ভবনের সার্বিক ব্যবস্থাপনায় জ্বালানি সাশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা। আর এসব 'স্মার্ট টেকনোলজি'কে কাজে লাগিয়ে ভবন ব্যবস্থাপনায় জ্বালানির অপচয় রোধ ও নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর পরামর্শ এ খাতের বিশেষজ্ঞদের।
এভাবেই একের পর এক 'ইপিএস স্যান্ডউইচ প্যানেল' বসিয়ে তৈরি হচ্ছে বাড়ির দেয়াল। বাইরে বিশেষ ধাতব পাত ও ভেতরে পলিস্ট্রেইন জাতীয় পদার্থ দিয়ে নির্মিত এই প্যানেল জোড়া দিয়ে এমন একটি বাড়ি তৈরি করতে সময় লাগবে মাত্র ৭ থেকে ৮ ঘণ্টা। এতে প্রয়োজন হচ্ছে না কোনো সিমেন্ট, রড, ইট, কংক্রিট কিংবা অন্যান্য নির্মাণ সামগ্রী।
ফলে ভবনের নির্মাণ ব্যয় কমার সঙ্গে সঙ্গে থাকছে আগুন, তাপ ও শব্দ প্রতিরোধের সুবিধা। শুধু তাই নয় সাধারণ ভবনের নির্মাণ উপকরণের তুলনায় কম ওজনের এই প্যানেল ভূমিকম্পপ্রবণ ও বন্যাকবলিত এলাকায় বসবাসকে নিরাপদ করে তুলবে বলে জানালেন প্রস্তুতকারকরা।
অ্যাডভান্সড ডেভলাপমেন্ট টেকনোলজিসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম আনোয়ার হোসেন বলেন, 'এতে টিনের চেয়েও কম খরচ পড়ে এবং অনেক কম সময়ে তৈরি করা যায়। এটি দ্রুত স্থানান্তর করাও সম্ভব।'
এমনই পরিবেশবান্ধব আবাসন ও কারখানা ভবনের ব্যবস্থাপনায় জ্বালানী সাশ্রয়ে কাজ করছে বিল্ডিং অটোমেশন। এই প্রযুক্তিতে মোবাইল কিংবা ট্যাবের একটি অ্যাপসের মাধ্যমে পুরো ভবনের আলোর ব্যবহার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব বলে জানালেন উদ্যোক্তারা। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণের ও সিকিউরিটি অ্যালার্মের ব্যবস্থা।

3 Comments
BD Property helps connect property renters, buyers and sellers across Bangladesh, covering Dhaka, Chattogram, Sylhet, Khulna, Mymensingh, Rajshahi, Rangpur and Barisal. for more details here: Buy properties bangladesh
ReplyDeleteBD Property helps connect property renters, buyers and sellers across Bangladesh, covering Dhaka, Chattogram, Sylhet, Khulna, Mymensingh, Rajshahi, Rangpur and Barisal. for more details here : Apartment rent in Dhaka
ReplyDeleteBD Property helps connect property renters, buyers and sellers across Bangladesh, covering Dhaka, Chattogram, Sylhet, Khulna, Mymensingh, Rajshahi, Rangpur and Barisal. for more details here : Property sale in Dhaka
ReplyDelete