Ad Code

Housing all: Affordable quality housing is a key element of a strong and secure life

ইপিএস স্যান্ডউইচ প্যানেল: স্বল্প সময়ে ও কম খরচে বাড়ী এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য


দেশের অকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমেই বাড়ছে ইপিএস স্যান্ডউইচ প্যানেলের বহুমূখি ব্যবহার। দেশে বাজারজাত করার মাত্র এক বছরের মাথায় স্থাপত্যকর্মে ব্যবহারের এই বিশেষায়িত উপকরণ অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে। স্থাপনা নির্মাণ ধারণায় ইপিএস স্যান্ডউইচ প্যানেল অচিরেই আমূল পরিবর্তন আনতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশেষায়িত এই নির্মাণ উপকরণ যথাযথ মাননিয়ন্ত্রণের মধ্য দিয়ে উৎপন্ন হলে, বিশেষ করে ব্যবহারের ভিন্নতা অনুযায়ি এর পুরুত্ব সঠিক থাকলে স্থাপত্যশিল্পে রীতিমতো বিপ্লব নিয়ে আসতে পারে ইপিএস স্যান্ডউইচ প্যানেল।
পরিবেশবান্ধব, হাল্কা, দ্রুত স্থাপনযোগ্য এক্সপ্যান্ডেড পলিস্টিরিন স্যান্ডউইচ (ইপিএস) প্যানেল দেশের বাজারে প্রথম নিয়ে আসে অ্যাডভান্সড গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড।
বিদেশের প্রযুক্তি ও প্রত্যক্ষ কারিগরি সহযোগিতায় প্রতিষ্ঠানটি দেশেই এই প্যানেল উৎপাদন করছে। গেলো বছরের (২০১৩) সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ভাবে নতুন এই নির্মাণ উপকরণ দেশের বাজারে অবমুক্ত করে অ্যাডভান্সড গ্রুপ।
ইট-সিমেন্টে বাড়ি নির্মাণের প্রচলিত ধারণার পরিবর্তে ইপিএস দিয়ে বাড়ি নির্মাণে ব্যয় সাশ্রয় সম্ভব হচ্ছে।  পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় তাপ নিরোধক এই ইপিএস শিট দিয়ে মাত্র ২০ ঘন্টা/দিনে একটি বাড়ি নির্মাণ করা যাবে।  এ ছাড়া এটি খুব সহজেই স্থানান্তরও করা যায়।
উচ্চ গুণগত মানসম্পন্ন এ ধরনের প্যানেলের বহুমূখি ব্যবহার ইতোমধ্যে ব্যাপক সাফল্য এনেছে। বিভিন্ন ধরনের শিল্পস্থাপনা, অবকাঠামো, ওয়ার্ক স্টেশন এনক্লোজার এবং শেড, ওষুধ কম্পানি, পোশাক এবং চা শিল্পের জন্য ওয়্যার হাউস কোল্ড স্টোরেজ, সাশ্রয়ী আবাসন, স্কুল-কলেজ, প্রদর্শনী হল, গ্রিন হাউস, ভাসমান আবাসন, শব্দ নিরোধী মিলনায়তন, থিয়েটার হাউস, উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র নির্মাণকাজে তাপ সহনীয় এবং শব্দহীন দেয়ালের জন্য পরিবেশগতভাবে আদর্শ ও উপযোগী এই ইপিএস স্যান্ডউইচ প্যানেল।
অ্যাডভান্সড টেকনোলজি’র বিশেষায়িত এই নির্মাণ উপকরণ  ইতোমধ্যে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাদের অবকাঠামো নির্মাণে ব্যবহার করছে। এর মধ্যে, সাভার সেনানিবাস, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার ও সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের বেশকিছু স্থাপনা রয়েছে।
বেসরকারি পর্যায়ে, বিশেষ করে শিল্পকারখানা স্থাপনে-এই উপকরণের ব্যবহার ক্রমেই বাড়ছে। অ্যাডভান্সড’র ইপিএস স্যান্ডউইচ প্যানেল ব্যবহারকারী প্রতিষ্ঠানের মধ্যে বহুজাতিক তৈরি পোশাক কারখানা ইয়াঙ্গুন গার্মেন্টস ইন্ড্রাস্টি, সিমপ্লেক্স নাভানা জেবি, নাসির গ্রুপ, এনার্জি প্যাক, হাওয়াওই, ইউনাইটেড গ্রুপ, বেঙ্গল মিট, ইলিট কসমেটিক্স, আলবিয়ন গ্রপ, কোহিনুর লেদার, বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপ, নাভানা টয়োটা, বিল্ডট্রেড ইঞ্জিনিয়ারিং উল্লেখযোগ্য।
অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজি ২০০৭ সালে ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ৫৫ হাজার বর্গমিটারের এলাকাজুড়ে কারখানা স্থাপন করেছে। যেখানে  বছরে প্রায় ৫ লাখ মিটার উচ্চ মানের ইপিএস স্যান্ডউইচ প্যানেল উৎপাদন করা সম্ভব।
ব্রিটেনের বিশ্বখ্যাত স্যান্ডউইচ প্যানেল বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইএসওওয়াল ইন্টারন্যাশনাল (ইউকে) লিমিটেড কারিগরি লাইসেন্স চুক্তির মাধ্যমে অ্যাডভান্সড টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস লিমিটেডের স্যান্ডউইচ প্যানেল উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করছে।
পরামর্শক প্রতিষ্ঠানটি ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি, প্ল্যান্ট কার্যক্রম, ম্যাটেরিয়াল, স্পেসিফিকেশন, প্যানেল অনুমোদন ও সনদায়ন, প্যানেল স্থাপনা এবং প্রয়োগিক প্রযুক্তি, প্যানেল পরীক্ষণ, ডিজাইন ডিটেইলস, বাজার কৌশল, নকশা এবং প্যানেলের প্রায়োগিক ক্ষেত্রে অ্যাডভান্সড টেকনোলজিস-কে সব ধরনের কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।
দেশের বাজারে প্রতি এসএফটি ইপিএস শিট পাওয়া যাবে ২০০ থেকে ২৫০ টাকায় । এই প্যানেল ব্যবহার করে একটি এক কক্ষের বাসা (ডাইনিং, কিচেনসহ) নির্মাণে ব্যয় হবে মাত্র দেড় লাখ টাকা। আর দুই বেডরুমের হলে দুই লাখ ৩০ হাজার থেকে আড়াই লাখ টাকা ব্যয় হবে।
গ্রামে বাড়ি নির্মাণে টিন-ইটের চেয়ে এই পদ্ধতিতে অল্প খরচ হবে। ইপিএসের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট, যা দেখতে মলাসসের মতো। এই বাই প্রেডাক্টটিকে পলিমারাইজেশনের মাধ্যমে ছোট দানায় রূপান্তর করা হয়, যাকে রসায়নের ভাষায় স্ট্রাইরিন মনোমার বলা হয়। ছোট ছোট চিনির দানার মতো দেখতে এগুলো ইউরোপ ও উন্নত দেশ থেকে আমদানি করা হয়। এই দানাগুলোকে উচ্চপ্রযুক্তি ব্যবহার করে একটি সলিড বডি বা ব্লক বানানো হয়, যার ৯৫ শতাংশই বাতাস এবং ৫ শতাংশ স্ট্রাইরিন মনোমার।
ওজন কম হওয়ায় এ ধরনের স্থাপনায় ভূমিকম্পের ক্ষতি অনেকাংশেই কম হবে। ভবনে লাগানোর সময় প্যানেল টু প্যানেল হুকিং সিস্টেমে লাগানো হয়। এটি যেহেতু হাল্কা তাই এর জন্য কলাম, ফুটিং, ছাদ, লোড বিয়ারিং কিছুই দরকার পড়ে না ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী এস এম আনোয়ার হোসেন বলেন, `আমাদের প্লান্টে চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরো উৎপাদন বাড়াব। আমাদের মতো স্বল্প আয়ের দেশে এটি খুবই উপযোগী নির্মাণ সামগ্রী হিসেবে মনে করি আমি।`
প্রকল্পে প্রতিনিয়ত বিনিয়োগ বাড়ছে জানিয়ে দেশের আবাসন শিল্পের এই শীর্ষ উদ্যোক্তা বলেন, ‘‘গ্রামের মানুষের জন্য অল্প খরচে বাড়ি বানানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছি।আমরা আশা করছি, আমাদের এই স্যান্ডউইচ প্যানেল গ্রামীণ অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে আধুনিক শিল্পায়ন-সর্বত্রই ব্যবহৃত হবে।নির্মাণ জগতে নতুন যুগের সূচনা করবে।’’
 যেভাবে দেখছেন বিশেষজ্ঞরা
বিশ্বের উন্নত দেশগুলোতে নির্মাণশিল্পে ইপিএস স্যান্ডউইচ প্যানেলের ভালো ভাবেই স্বীকৃত। স্থাপত্যকর্মে সনাতন ধারণার পরিবর্তে ব্যয় কমিয়ে ও পরিবেশ রক্ষায় সহায়ক এ ধরণের উপকরণের জনপ্রিয়তা এখন বাংলাদেশেও বেড়েছে। নতুন ধরণের নির্মাণ উপকরণের বাজারজাত ও উৎপাদনকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এটি টেকসই কিনা সেই ভাবনা দূর করতে যথাযথ মাননিয়ন্ত্রনও জরুরি বলে মনে করেন তারা।
স্থপতি ইকবাল হাবিব দেশের স্থাপত্যকর্মে  ইপিএস স্যান্ডউইচ প্যানেলের ব্যবহার বিষয়ে বহুমাত্রিক.কম-কে বলেন, ‘‘বিশ্বের উন্নত দেশসমূহে এর ব্যবহার স্বীকৃত। এটি তাপনিরোধক ও বিভিন্ন সুবিধা রয়েছে।’’
বাংলাদেশে এধরণের নির্মাণ উপকরণের উৎপাদন ও বাজারজাতকরণকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘এধরণের উপকরণে নির্মিত স্থাপনায় কতখানি দীর্ঘস্থায়িত্ব বজায় থাকবে, তা নির্ভর করবে এর পুরুত্ব বা অন্যান্য উপাদানের সঠিক মাত্রায় আছে কিনা তার উপর।’’
``দেশে এসবের মাননিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে কিনা আমার জানা নেই। তবে একটি প্রচেষ্টা যেহেতু শুরু হয়েছে, নিশ্চয় তা মানসম্পন্ন জায়গায় পৌঁছবে’’-যোগ করেন এই স্থপতি। 
দেশে নির্মাণ শিল্পে নতুন এই উপকরণের বাজারজাত অত্যন্ত ইতিবাচক ও সম্ভাবনাময় জানিয়ে প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, ‘‘ইপিএস স্যান্ডউইচ প্যানেলের ইতিবাচক দিক হচ্ছে, এটি পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয়ী। একই সঙ্গে মজবুত কিন্তু হালকা। ফলে এটি ভূমিকম্পের শক্তি হ্রাসেও সহায়ক।’’
উন্নয়ন প্রচেষ্টা যখন সভ্যতার জন্য বিরূপ ফল বয়ে আনছে তখন এধরণের পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ নতুন আশাবাদের সঞ্চার করবে বলেও মনে করেন এই প্রকৌশলী। 

প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য
ওয়েবসাইট: http://advanced-bd.com/

ইউটিউব লিংক: Advanced Development Technologies Limited

ফেইসবুক এড্রেস: https://www.facebook.com/ADTLEPS/

See these video: 


Post a Comment

1 Comments