Ad Code

Housing all: Affordable quality housing is a key element of a strong and secure life

ফ্ল্যাটের দাম ৩৮২ কোটি টাকা, কি আছে সেখানে ?


একটি ফ্ল্যাটের দাম হাকা হচ্ছে প্রায় ৩৮২ কোটি টাকা। তাও আবার ২০১৭ সালের পর হস্তান্তর করা হবে। কি আছে এই ফ্লাটে?
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে।
২৫ তলা ভবনের উপরে এটি অবস্থিত। এতে রয়েছে ইনফিনিটি পুল ও স্পা। আছে ১২টি গাড়ি রাখার ব্যবস্থা।
৪২,৪৭৭ বর্গফুটের ফ্ল্যাটটিতে রয়েছে ৮টি বেডরুম। এর বেলকনি এলাকাই ১৬,৬৪১ বর্গফুট।
এই ফ্ল্যাটে বসে দেখা যাবে আরব আমিরাত শহরের মনোরম দৃশ্য। সূত্র: মেইল অনলাইন

Post a Comment

0 Comments